Saturday, August 30, 2025
HomeScrollজলি মুডে কাজল

জলি মুডে কাজল

ওয়েব ডেস্ক: কাজলের (Kajol) মোহময়ী লুকে ৮ থেকে ৮০ সকলেই ফিদা। তবে এবার তিনি ধরা দিলেন জলি মুডে একেবারে লাল পরী হয়ে, দেখবেন নাকি তাঁর সেই হাসিখুশি ছবি? চলুন দেখে নেওয়া যাক

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

আরও পড়ুন: সোয়েটারের পর ফের অভিনেতার ভূমিকায় এই প্রযোজক, কে তিনি? 

কাজল… নাম শুনলেই তাঁর একাধিক কালজয়ী চরিত্র চোখের সামনে যেন ভেসে আসে। প্রিয়া থেকে শুরু করে সিমরান , আঞ্জালি। সোশ্যাল মিডিয়াতেও একাধিক ছবি শেয়ার করেন তিনি। তবে এবার জলি মুডে, লাল পরী হয়ে ধরা দিলেন কাজল। যেখানে তাঁকে প্রাণবন্ত হাসিতে মাততে দেখা যায়। কাপশ্যানে তিনি লেখেন, আমি আমার সব স্টান্ট নিজেই করি, …কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News